ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম প্রান্তিক: লোকসানে লংকাবাংলা ফিনান্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ১২, ২০১৫
প্রথম প্রান্তিক: লোকসানে লংকাবাংলা ফিনান্স

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান করেছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা।



প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার(১২ মে’২০১৫)ডিএসই সূত্রে জানা যায়, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী কনসোলিডেটেড লোকসান করেছে ৩১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল ৬ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা।

৩১ ডিসেম্বর’২০১৪ সমাপ্ত বছরে কোম্পানিটি ২০% লভ্যাংশ দেয়। এর মধ্যে ১০% নগদ ও বাকী ১০% স্টক লভ্যাংশ।   ২০১৩ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।