ঢাকা: ব্যাংকিং খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার(১৪ মে’ ২০১৫) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত বছরে এই ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আর নেট আসেট ভ্যালু হয়েছে ১৭ টাকা ২৭ পয়সা।
আগামী ১৪ সেপ্টেম্বর ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট।
ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা(পিআরও) আব্দুল হামিদ সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ব্যাংকটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনএস