ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মুনাফা ধসে মার্কেন্টাইল ব্যাংক

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
মুনাফা ধসে মার্কেন্টাইল ব্যাংক

ঢাকা: ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় বা ইপিএস করেছে ৪ পয়সা। আগের বছর একই সময়ও ব্যাংকটির কনসোলিডেটেড ইপিএস ছিল ২৯ পয়সা।

এই হিসেবে ব্যাংকটির আয় কমেছে ৮৬ দশমিক ২০ শতাংশ।

সম্প্রতি ব্যাংকটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএসই সূত্র মতে, হিসাব বছরের প্রথম ৩ মাসে ব্যাংকটি কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা করেছে ৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি কনসোলিডেটেড মুনাফা করেছিল ২১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা।

‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা আগামী ২৪ মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায়(এজিএম)অনুমোদন হওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।