ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পরিচালক বাড়াতে ব্যাংক এশিয়ার ইজিএম ২৮ জুন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
পরিচালক বাড়াতে ব্যাংক এশিয়ার ইজিএম ২৮ জুন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ব্যাংকটি সংঘ স্মারক পরিবর্তন করবে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির পরিচালক সংখ্যা বাড়াতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। আগামী ২৮ জুন পুরানা পল্টনে  ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে ইজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদে মোট ১৬ জন সদস্য রয়েছে। এর মধ্যে ১২ জন পরিচালক।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।