ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইপিডিসি) বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।
২০১৩ সালেও ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১২ দশমিক ২৯।
২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ৫১.০৫ শতাংশ শেয়ার এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে। সরকারের হাতে রয়েছে ২১. ৮৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২. ৫৫ শতাংশ এবং বাকি ১৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এনএস