ঢাকা: বিবিধ খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের(বিএফটিএন) মাধ্যমে এ লভ্যাংশ পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির পক্ষে এ তথ্য জানানো হয়েছে।
যাদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে এখনো পৌঁছায়নি, তাদের কুরিয়ারর সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ২০১৪ সালের জন্য মোট ২২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৯৫ শতাংশ নগদ, ২৫ শতাংশ বোনাস শেয়ার। যা গত ৩০ এপ্র্র্র্রিল ২০১৫ ইং তারিখে কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) অনুমোদিত হয়।
এর আগে গত ১০ মে’২০১৫ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও(বেনিফিশিয়ারি ওনার্স) একাউন্টে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এনএস