ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমলো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
সূচকের সঙ্গে কমলো লেনদেন

ঢাকা: মূল্য সূচকের পতন ও লেনদেন কমে শেষ হয়েছে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারের (১৮ জুন) লেনদেন।
 
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট।

আর লেনদেন কমেছে ৪০ কোটি ৪১ লাখ টাকা।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিইএস) সিএসইএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট। এ বাজারে লেনদেন কমেছে ১২ কোটি ১২ লাখ টাকা।
 
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। এতে কমতে থাকে মূল্য সূচক। এক পর্যায়ে দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে যায়।
 
এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। তবে তা আর পজেটিভ অবস্থানে ফেরেনি। ফলে দিন শেষে সূচক ঋণাত্মকই থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্ট অবস্থান করছে।
 
আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪২ পয়েন্টে।
 
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১২টি কোম্পানির ১১ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ১৮৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। লেনদেনের পরিমাণ ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৪০ কোটি ৪১ লাখ টাকা কম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, ইফাদ অটোস, বিএসআরএম, বেক্সিমকো, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, সাইফ পাওয়ার, গ্রামীণ ফোন ও সামিট পাওয়ার।  
 
দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানির তালিকায় রয়েছে- হাক্কানী পাল্প, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু সিরামিকস, ন্যাশনাল টিউবস, প্রাইম লাইফ, এশিয়া ইন্স্যুরেন্স, এফবিএফ আইএফ, লিগাসি ফুটওয়্যার, ৭ম আইসিবি ও বিচ হ্যাচারি।
 
অন্যদিকে দাম কমার শীর্ষ রয়েছে- সমতা লেদার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সুহৃদ টেক্সটাইল, রহিমা ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল টি, তসরীফা ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও আইএফআইএল ইসলামী মি. ফা-১।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ১২ লাখ টাকা।
 
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টি, কমেছে ১১৭টি ও অপরিবর্তীত রয়েছে ২৯টি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।