ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু রোববার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু রোববার

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের নগদ লভ্যাংশ বিতরণ শুরু হবে রোববার(২৮ জুন’২০১৫) থেকে। চলবে ৬ জুলাই পর্যন্ত।



ছুটির দিন ছাড়া এ কয়েকদিন দিলকুশায় কোম্পানির প্রধান কার্যালয় (পিপলস ইন্স্যুরেন্স ভবনের ১৪ তলা) থেকে স্বশরীরে কিংবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে (৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত) লভ্যাংশের ওয়ারেন্ট সংগ্রহ করতে হবে শেয়ারহোল্ডারদের।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়।

তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানিই এখন বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারী কিংবা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের টাকা পাঠিয়ে দিচ্ছে। কিছু কোম্পানি এখনো আগের পদ্ধতিতে ওয়ারেন্টের মাধ্যমে লভ্যাংশ বিতরণ করছে।

২০১৩ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পিপলস ইন্স্যুরেন্স।

১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৬ কোটি ২০ লাখ টাকা, রিজার্ভ ৩৬ কোটি ৯৮ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৭ দশমিক ৭৫।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।