ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তহবিল বেড়েছে ডেল্টা লাইফের

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
তহবিল বেড়েছে ডেল্টা লাইফের

ঢাকা: প্রথম প্রান্তিকে (জানুয়ারি ১৫- ১৫ মাচ ’২০১৫)ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিট বীমা তহবিল বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এর তহবিল ৩৬ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০ কোটি ১ লাখ ৯০ হাজার টাকায়। আগের বছর একই সময়ে তা ৭৬ কোটি ১১ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৮১ কোটি ৩৩ লাখ টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এ কোম্পানিটি।

২০১৩ সালে দেয় ১১ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১২ সালের জন্য কোম্পানিটি ২ হাজার ১০০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

১৯৯৫ সালে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার।

এর মধ্যে ৩৫ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১২ দশমিক ৭৮ শতাংশ এবং বাকি ৪৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।