ঢাকা: পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসার আভাস দিয়ে ফের সেই বৃত্তে চলে গেছে দেশের উভয় শেয়ারবাজার। সোমবার (০৬ জুলাই) টানা তৃতীয় কার্যদিবসের মতো উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের পতন ঘটেছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৯ পয়েন্ট। আর লেনদেন কমেছে প্রায় ৪৫ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ১২ পয়েন্ট। এ বাজারে লেনদেন হয়েছে মাত্র ৩৫ কোটি টাকা।
এর আগে টানা ৬ কার্যদিবস মূল্য সূচকের পতনের পর, গত সপ্তাহে টানা ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখে দেশের উভয় শেয়ারবাজার। এরপর গত বৃহস্পতিবার থেকে আবার নিম্নমুখী প্রবণতা দেখা দেয় শেয়ারবাজারে।
সোমবার লেনদেনের শুরু থেকেই ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর হারাতে থাকে। যা দিনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দিন শেষে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দর বেড়েছে ১১৬টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তীত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের দাম।
এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। টানা নিম্নমুখীতায় বেলা ১১টায় সূচক কমে ১২ পয়েন্ট, সাড়ে ১১টায় কমে ২১ পয়েন্ট।
এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও তা পজেটিভ অবস্থায় আসেনি। দুপুর ১২টায় সূচক কমে ১৭ পয়েন্ট, সাড়ে ১২টায় কমে ১০ পয়েন্ট, ১টায় কমে ৯ পয়েন্ট।
লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে চারশ’ ২৩ কোটি টাকার কিছু বেশি।
এদিকে, ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, এসিআই, অলেম্পিক এক্সেসরিজ, এসিআই ফর্মুলেশন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, গ্রামীণফোন, বেক্সিমকো, খান ব্রাদার পিপি ও লাফার্জ সুরমা সিমেন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টি, কমেছে ১২০টি ও অপরিবর্তীত রয়েছে ৩৩টি।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এএসএস/জেডএস