ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে।
কোম্পানিটির ভাষ্য, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
গত ৭ কার্যদিবসে মাত্র ১ দিনের শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৪৮৩ টাকা থেকে বেড়ে ৫৯১ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৫০ টাকা ২০ পয়সা থেকে ৫৯৯ টাকা পর্যন্ত।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এনএস/