ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
মঙ্গলবার(৭ জুলাই’২০১৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে মঙ্গলবারই এই লভ্যাংশ পাঠানো হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে এসিআই ১১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এসিআই ফরমুলেশন দিয়েছে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
অন্যদিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স দিয়েছে ১০ শতাংশ নগদ লভ্যাংশ।
তবে এসিআই লিমিটেডের বিনিয়োগকারীদের মধ্যে যাদের অনলাইন ব্যাংক হিসাব নেই, তাদের লভ্যাংশ কোম্পানির শেয়ার অফিসে বিতরণ করা হবে। ৮ জুলাই বুধবার ও ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ৯ মতিঝিল সি/এ থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এনএস/