ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

উর্ধ্বমুখী শেয়ারবাজার, কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
উর্ধ্বমুখী শেয়ারবাজার, কমেছে লেনদেন

ঢাকা: পতনের বৃত্ত থেকে বেরিয়ে উর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। উভয় বাজারে মূল্য সূচকে চলছে টানা উর্ধ্বমুখী প্রবণতা।



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা পঞ্চম দিনের মতো মূল্য সূচকের বৃদ্ধি ঘটেছে।
 
সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ১৩ পয়েন্ট। তবে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কম হয়েছে ৫৯ কোটি ৪৩ লাখ টাকা।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ পয়েন্ট। লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। দিন শেষে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৬৯ লাখ টাকা।
 
এদিন ডিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর টানা উর্ধ্বমুখীতায় বেলা ১০টা ৪৭ মিনিটে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়। সাড়ে ১১টায় সূচক কমে ৪ পয়েন্ট, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৬ পয়েন্ট।
 
এরপর আবার উর্ধ্বমুখী হয় সূচক। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট, সাড়ে ১২টায় বাড়ে ৬ পয়েন্ট, দুপুর ১টায় বাড়ে ৯ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করেছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪১ পয়েন্টে।
 
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হওয়া ৪৯৪ কোটি ৩২ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ৪৩ লাখ টাকা কম। লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৫টি ও অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কো¤পানির তালিকায় আছে- এসিআই, জিপি, আরএকে সিরামিক, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, অলেম্পিক এক্সসরিজ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ও এসিআই ফর্মুলেশন।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টি, কমেছে ১০০টি ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।