ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রেনাটার লভ্যাংশ বিতরণ শুরু, চলবে ২৩ জুলাই পর্যন্ত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
রেনাটার লভ্যাংশ বিতরণ শুরু, চলবে ২৩ জুলাই পর্যন্ত

ঢাকা: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ মঙ্গলবার (১৪ জুলাই’২০১৫) থেকে বিতরণ শুরু হয়েছে। চলবে ২৩ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত।



ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। কোম্পানির কর্পোরেট অফিস মিল্ক ভিটা রোড, সেকশন-৭, মিরপুর থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবে তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

সমাপ্ত হিসাব বছরে রেনেটা শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।