ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গ্লোবাল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিও হিসাবে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
গ্লোবাল ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিও হিসাবে

ঢাকা: শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। সোমবার(২৭ জুলাই’২০১৫) সংশ্লিষ্ট হিসাবে এসব শেয়ার পাঠানো হয়।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডারদের নিজ নিজ হাউজে আপডেট ব্যালান্স চেক করতে বলা হয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সাধারণ এ বীমা কোম্পানিটি।

২০০৫ সালে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ২৭ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভ ৫ কোটি ১৮ লাখ টাকা।

বর্তমানে কোম্পানিটির ৩৪ দশমিক ১৯ শতাংশ শেয়ার এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২২ দশমিক ৪২ শতাংশ এবং বাকি ৪৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।