ঢাকা: সপ্তাহরে প্রথম কার্যদিবস রোববার (০২ আগস্ট) প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উর্ধ্বমুখী দেখা দিয়েছে।
একই সঙ্গে লেনদেনের পরিমাণও বেশ ভালো অবস্থানে রয়েছে।
আর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার উপরে। আর সিএসইএক্স সূচক বেড়েছে ২০ পয়েন্ট।
এদিন ডিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স আগরে দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে যায়।
এরপর টানা উর্ধ্বমুখীতায় ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২১ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ৯ পয়েন্ট।
এক পর্যায়ে বেলা ১১টা ১৪ মিনিটে ডিএসইএক্স সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এ সময় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়।
অবশ্য এর ৫ মিনিটের ব্যবধানেই আবার উর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯২ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৫০ লাখ টাকা। লেনদেন হওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১০৯টি ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, ডেসকো, বিএসআরএম, কেপিসিএল, জিপি, বিএসআরএম স্টিল ও বেক্সিমকো।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসই’তে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টি, কমেছে ৬৬টি ও অপরিবর্তীত রয়েছে ৪২টি।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এএসএস/এনএস/