ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার(২ আগস্ট’২০১৫) লুজারের শীর্ষে অবস্থান করছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১৩ টাকা ৮০ পয়সা বা ১৮ দশমিক ৫০ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন বীমা খাতের এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। মোট ১ লাখ ২৩ হাজার ৬টি শেয়ার লেনদেন হয়। টাকার অংকে ৬২ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার।
লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ার দর ১ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ কমেছে। সর্বশেষ লেনদেন হয় ১০ টাকা ৮০ পয়সা দরে। ৭২ বারে কোম্পানির ৫৯ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়।
লুজারের শীষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এনএস