ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

শান্তিনগরে ফ্লোর স্পেস কিনবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
শান্তিনগরে ফ্লোর স্পেস কিনবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বানিজ্যিক কাজে ব্যবহারের জন্য ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এই স্পেস কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।



ঢাকা স্ট এক্সচেঞ্জ সূত্র জানায়, রাজধানীর শান্তিনগরের কাকরাইল রোডে অবস্থিত খুলনা ট্রেড স্কয়ারে( ফার্স্ট ও সেকেন্ড ফ্লোর) ৫ হাজার বর্গফুট ফ্লোর স্পেস ও ৩ টি গাড়ি রাখার জন্য আনুপাতিকহারে জমি ক্রয় করবে ব্যাংকটি। এজন্য  রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য খরচ বাদে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক অনুমোদনের ভিত্তিতে নতুন শাখা খুলবে ব্যাংকটি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।