ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

আবারও কমেছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আবারও কমেছে সূচক

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (৩১ আগস্ট) উভয় বাজারে মূল্য সূচকের পতন ঘটেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন দরপতন ঘটলো।

আর শেষ সাত কার্যদিবসের মধ্যে পাঁচদিনই ঘটেছে মূল্য সূচকের পতন।
 
অবশ্য বৃহস্পতিবার মূল্য সূচকের পতন ঘটলেও উভয় বাজারে লেনদেন কিছুটা বাড়ে।

সোমবার (৩১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮১ লাখ টাকা বেশি।
 
অপরদিকে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। আর দাম বেড়েছে ৭২টির এবং অপরিবর্তীত আছে ৩৯টি।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৪ লাখ টাকা বেশি। আর সার্বিক মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৫০ পয়েন্ট।
 
সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। অপরদিকে আগের দিনের তুলনায় দাম বেড়েছে মাত্র ৩৭টির এবং অপরিবর্তীত আছে ৩৫টির দাম।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়।
 
তবে এর ৫ মিনিটের ব্যবধানেই নিম্নমুখী হয়ে পড়ে সূচক। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৩ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৯ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টায় কমে ১৪ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ১৩ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ১২ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে কমে ১৬ পয়েন্ট।
 
দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ১৭ পয়েন্ট। ১টায় কমে ২০ পয়েন্ট। দুপুর ২টায় কমে ২৭ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, ফার কেমিক্যাল, এসপিসিএল, ইউনাইটেড পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, বারাকা পাওয়ার ও ন্যাশনাল ফিড।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।