ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চার কার্যদিবস পর পুঁজিবাজারে সূচক বাড়ল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
চার কার্যদিবস পর পুঁজিবাজারে সূচক বাড়ল

ঢাকা: টানা চার কার্যদিবস পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে, কমেছে লেনদেনের পরিমাণ। 

দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে ২০১৬-১৭ অর্থবছরের শেষ মুদ্রানীতি ঘোষণার তৃতীয় দিন লেনদেন হয়েছে। এদিনের শুরুতে সূচক পতন শুরু হলেও সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)সহ বেশি কিছু প্রতিষ্ঠানের মার্কেট সাপোটের ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯০ পয়েন্ট। এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হলো।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৬ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৬৬৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ৯৫৬ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৪ কোটি টাকা। এর আগে রোববার (২৯ জানুয়ারি) লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি ১৫ লাখ ৩৯ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ কোম্পানির শেয়ার।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এ বাজারে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ৭৯ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকা।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৮৯টির এবং ২০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমএফআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।