ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৭
সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চর্তুথ কার‌্যদিবস বুধবার (০১ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আগের ধারাবাহিতকায় এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগের টানা চার কার‌্যদিবস উভয় বাজরে সূচক পতন হয়েছিলো।

বুধবার (০১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে ২৭ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ৭৯৯টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৮৮২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৫৬ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকার। অপরদিকে সিএসইতে ৫০ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৭৯৩ টাকার লেনদেন হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩ টির, দাম কমেছে ১১২টির অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।

অপর বাজার সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির ১৩০টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।