ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
টানা দুই কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: টানা দুই কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে।

দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার (ফেব্রুয়ারি ০৬) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বড়েছে ৪০ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৯০ পয়েন্ট।
এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ডিএসইতে ১৬ কোটি ৭২ লাখ ০৮ হাজার ৯৬৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ৫৭৬ কোটি ২২ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকার। তার আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৭৪৫ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৯দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৯০৮ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৬৩টির এবং২৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।