ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সূচকের উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো ৬ পয়েন্ট।
 

এর ফলে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো। এদিন সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৮ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৪৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১২৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬১ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭৬ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৫ পয়েন্ট হয়েছে। তবে ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৫টি, কমেছে ১৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৩১৬ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টি, কমেছে ১০৮টি এবং ৩৬ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।