ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইএফআইসি ব্যাংকের রাইট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএফআইসি ব্যাংকের রাইট অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফঅাইসি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশনের ৬শ’তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চার কমিশনার উপস্থিত ছিলেন।

 

বিএসইসির তথ্য মতে, ব্যাংকটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে।  

এক্ষেত্রে ৫৬ কোটি ৩৮ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৬৩ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। যা দিয়ে মূলধনের পর্যাপ্ততা ও বেসেল-৩ এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

ব্যাংকটি ২০১৬ সালের ৬ মাসের ব্যবসায় (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৬১ পয়সা। আর ৩০ জুনে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৮ পয়সা।

ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।