ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে

ঢাকা: শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি থাকার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার (২০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে মাত্র দশমিক ২৬ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১ দশমিক ৮৩ পয়েন্ট।

এর আগের দিন ডিএসই ও সিএসইতে সূচক পতন হয়েছিলো।

তবে তার আগে টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন হয়েছিলো।

সোমবার (২০ মার্চ) ডিএসইতে সূচক সামান্য বাড়ার প্রবণতায় শেষ হলেও কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, এদিন ডিএসইতে ২৯ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৭১৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৫ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১০৩ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২ হাজার ৬১ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১০ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭২ কোটি ৭২ হাজার ২৫৬ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৮টি, কমেছে ১৩৪টি এবং ৯০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এমএফআই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।