ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৭ মার্চ) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো। 

তার আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মার্চ) উভয় বাজারে একই ধারায় লেনদেন হয়।

দিনভর সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইতে সূচক কমেছে ২৮ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৭ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, ২৬ মার্চ (রোববার) সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসইতে ২৪ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৭ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪০ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ২ হাজার ৭১ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ৩০ পয়েন্ট কমে ১০ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৭ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৬৮৬ টাকা। তার আগের দিন লেদেন হয়েছিলো ৮০ কোটি ৬ লাখ ১৮ হাজার ৮২০ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪২টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।