ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে পুঁজিবাজার

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। ফলে উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন এবং বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, ডিএসইতে ২৪ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৯৩৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে।

এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৮৩ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩৮ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪১ কোটি ৬ লাখ ৭২ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬১টি, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৬৫৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৯২৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টি, কমেছে ১০৩টি এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমএফআই/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।