ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৭ পয়েন্ট।

পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা তিন কার্যদিবস উভয় বাজারে সূচক পতন হলো।

তবে তার আগে টানা দুইদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৩৮৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৭ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৩ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৯ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৬টি, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১০ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৯টি, কমেছে ১৪৮টি এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।