ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা চার কার্যদিবস সূচক পতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
টানা চার কার্যদিবস সূচক পতন

ঢাকা: একদিন বৃদ্ধির পর আবারো সূচক পতনের বৃত্তে আটকা পড়েছে দেশের পুঁজিবাজার। আগের তিন কার্যদিবসের মতোই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ এপ্রিল) দিনভর ওঠানামা শেষে সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে।

ফলে দিন শেষে সূচকের সঙ্গে কমেছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা চার কার্যদিবস সূচক পতন হলো।

 

তার আগে গত সপ্তাহের মঙ্গলবার সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিলো। তবে তার আগের চার কার্যদিবস সূচক পতন হয়।  

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৪ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ২১ কোটি ৩ লাখ ১০ হাজার ৯২৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭২২ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৭ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬ কোটি টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টি, কমেছে ১৬৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১০ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৬১৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টি, কমেছে ১৩৩টি এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।