ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পতনের বৃত্তে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
পতনের বৃত্তে পুঁজিবাজার

ঢাকা: আবারো সূচক পতনের বৃত্তে আটকা পড়েছে দেশের পুঁজিবাজার। সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট।

এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হলো।

মঙ্গলবার (১১ এপ্রিল) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত থাকে দিনের লেনদেনের শেষ পর্যন্ত। দিন শেষে ডিএসইতে সূচক কমলেও বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার দেশের উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসইতে ২৪ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৩৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৮২ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২২ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৭ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টি, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৬১৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪২৫ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টি, কমেছে ৮৯টি এবং ৩৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএফআই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।