ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: গত সপ্তাহের মতোই সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ এপ্রিল) পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯২ পয়েন্ট।


 
এতে টানা আট কার্যদিবস সূচক পতন হলো। রোববার সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৭৯৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭২৪কোটি ২২ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৫ কোটি ৭৯ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৪ কোটি ৫৪ লাখ টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ৫৯ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টি, কমেছে ১৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৮টি, কমেছে ১৪০টি এবং ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএফআই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।