ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন

ঢাকা: সপ্তাহের শেষে কার্যদিবস বৃহস্পতিবারও (১১ মে) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে ১৪ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৯ পয়েন্ট। এর ফলে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন হলো।

এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এসবের কারণে কমেছে বাজার মূলধনও।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩২৬টি কোম্পানির ১৯ কোটি ২২ লাখ ১৬ হাজার ২৩৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৮৭ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকার। এর আগের দিন (মঙ্গলবার) লেনদেন হয়েছিলো ৭৭৪ কোটি ৩ লাখ ২১ হাজার টাকার। তার আগের দিন (সোমবার) লেনদেন হয়েছিলো ৬৩২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকার। তারও আগের দিন (রোববার) লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৬ দশমিক ২১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ০২৩ দশমিক ৯৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭৩ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, এভেন্স টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, এফএএস ফাইন্যান্স ও ন্যাশনাল ফিড মিলস।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- নদার্ন জুট, টুংহাই নিটিং, ন্যাশনাল পলিমার, বিডি কম, ন্যাশনাল টিউবস, রিজেন্ট টেক্স, আলহাজটেক্স, জিকিউ বল পেন, লিন্ডে বিডি ও জেএমআই সিরিঞ্জ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১০ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ২৬২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ১১ লাখ ১৪ হাজার ২৪২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬৮৫ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮১টি, কমেছে ১৩১টি এবং ২৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএফআই/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।