ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
তিন কার্যদিবস পর সূচক বাড়লো

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক পতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ মে) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগে সবশেষ গত মঙ্গলবার (১৮ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়। তার আগে টানা সাত কার্যদিবস পর উভয় বাজারে দরপতন হয়েছিলো।

সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। তবে শেয়ার বিক্রির প্রবণতা বেশি থাকায় লেনদেনের আধ ঘণ্টা পর সূচক পতন শুরু হয়, যা অব্যাহত ছিলো দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এরপর আইসিবিসহ বেশ ক’টি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ২১ পয়েন্ট, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৪ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৬ কোটি ১ লাখ ৯৭ হাজার ৫১৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৬০ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৪৫৮ কোটি ২৪ লাখ ১২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৪ কোটি ৪ লাখ  ৫২ হাজার টাকা।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ২৪৭ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৪টি, কমেছে ৭৮টি এবং ২৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।