ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বাজেট ঘোষণার দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুন ৫, ২০১৭
বাজেট ঘোষণার দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর থেকে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। ফলে বাজেট ঘোষণার দ্বিতীয় কার্যদিবসেও উভয় বাজারে সূচক বেড়েছে।

আগের চার কার্যদিবসের মতোই চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট।
পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৫ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ৭৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৬৬ কোটি ১ লাখ ৭১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬০ কোটি ১২ লাখ ১ হাজার টাকার। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৬ কোটি ৪ লাখ ১৮ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৬ কোটি ১৯ লাখ ৭৯ হাজার  টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ১৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ১৯৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৮৭৪ টাকার। তারও আগেরদিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকা।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ৫১টি এবং২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।