ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন। তবে কমেছে লেনদেন। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগে টানা চার কার্যদিবস দরপতন হয়েছে। তারও আগে টানা ছয় কার্যদিবস সূচকের উত্থান হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১৬ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ২৪৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে।

এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৩০ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪শ’ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭০ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ১৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টি, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৩৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৫০৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ১৯৪ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৫ লাখ ১৫ হাজার ১৫২ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টি, কমেছে ৯৬টি এবং ৪৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।