ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনে নতুন অর্থবছরের যাত্রা শুরু পুঁজিবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
মূল্য সংশোধনে নতুন অর্থবছরের যাত্রা শুরু পুঁজিবাজারে

ঢাকা: টানা ছয় কার্যদিবস সূচক বৃদ্ধির পর ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কার্যদিবস রোববার (০২ জুলাই) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
 

রোববার সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দুপর ১১টা ৫ মিনিট পর্যন্ত।

এরপর শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।
 
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১০ পয়েন্ট। বাজারের এ অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২৫ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৮৩৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৫৫ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি টাকা।

এদিন তিন  সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ পয়েন্টে কমে ২ হাজার ৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৩টিরএবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৬৩ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩১টি, কমেছে ৯৬টিএবং ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।