ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা

ঢাকা: মূল্য সংশোধনের একদিন পর নতুন (২০১৭-১৮) অর্থবছরের দ্বিতীয় কার্যদিবস (সোমবার ৩ জুলাই) দেশের পুঁজিবাজারে বড় ধরনের উত্থান হয়েছে।

এ দিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর আগে টানা ছয় কার্যদিবসে উভয় বাজারে উত্থান হয়েছিলো।



সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দুপর ১টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১৪১ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে মিশ্রপ্রবণতা লেনদেন হয়েছে, বিমা, বস্ত্র, ওষুদ ও রাসায়ন এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩২ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৮৫৪টি  সিকিউরিটিজের  হাতবদল  হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৫ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬২৮ কোটি টাকা।

এ দিন তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস ৩০ মূল্য সূচক ২৬ পয়েন্টে বেড়ে ২ হাজার ১০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্য দিবসের চেয়ে ১৪১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৫৫৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৬৩ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭২টির,কমেছে৫০টি এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়:  ১৫০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।