ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ১২শ’ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
ডিএসইতে লেনদেন ১২শ’ কোটি টাকা

ঢাকা: নতুন (২০১৭-১৮) অর্থবছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর মাধ্যমে মূল্য সংশোধনের একদিন পর টানা দুই কার্যদিবস পুঁজিবাজারের উত্থান হলো।

এতে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর আগে টানা ছয় কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হয়েছিলো।



সোমবারের মতই মঙ্গলবার  সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দুপর সাড়ে ১২টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪পয়েন্ট। এর আগে সূচক বেড়েছিলো ৭১ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৭ পয়েন্ট। এর আগের দিন বেড়েছিলো ১৪১ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক,  বিমা,ও আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে, বস্ত্র, ওষুধ ও রাসায়নিক এবং মিউচুয়াল ফান্ড খাতে।
 
ডিএসই’র তথ্য মতে,মঙ্গলবার ডিএসইতে ৪০ কোটি ১৮ লাখ ১১ হাজার ৩০০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২২৩ কোটি ৭৪ লাখ ১৬ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৫কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকার।

এদিন তিন  সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ‌১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬০পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্টে বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৩৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৫৫৯ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ৭৬৩ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৮টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।