ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ওটিসি মার্কেটে লেনদেন বেড়েছে ১৪৭ ভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ওটিসি মার্কেটে লেনদেন বেড়েছে ১৪৭ ভাগ

ঢাকা: বিদায়ী অর্থবছরে (২০১৬-১৭) ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটের লেনদেন বেড়েছে ১৪৭ ভাগ। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থ বছরের লেনদেন বেড়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরে ওটিসি মার্কেটে মোট  ৪ লাখ ১ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা টাকার অংকে দাঁড়িয়েছে ১ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা।

১৮টি কোম্পানির বিনিয়োগকারীরা এই টাকা লেনদেন করেছে।
 
এর আগের অর্থ বছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৮ লাখ ৪২ হাজার ৪টি শেয়ারের লেনদেন হয়েছে। যা টাকা অংকে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার টাকা।
 
এদিকে ওটিসি মার্কেটের লেনদেনের পাশাপাশি এর সার্বিক উন্নয়নের জন্য একগুচ্ছ প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দিয়েছে দেশের দুই পুঁজিবাজার। বিনিযোগকারীর‍া আশা করছেন দ্রুত লেনেদেনের জটিলতা কেটে যাবে। বিনিয়োগকারীরা এ অবস্থা থেকে রেহাই পাবে।
 
বাংলাদেশ  সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।