ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএস-৩০ সূচকে যোগ হলো ৩ কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ডিএস-৩০ সূচকে যোগ হলো ৩ কোম্পানি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএস-৩০ সূচকে নতুন করে যোগ হলো- প‍ূবালী ব্যাংক, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ছয় মাস পর অর্থাৎ মার্চ থেকে জুন ৩০ পর্যন্ত সময় শেষ সূচকটি পুনঃসমন্বয় করা হয়েছে। এতে নতুন করে এই তিন কোম্পানি যোগ হয়েছে।

এদিকে পারফমেন্স খারাপ করায় ওই স্থান থেকে বাদ পড়েছে- বাটা সু, ইউসিবিএল এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। আর ভালো পারফমেন্স করায় তার জায়গায় নতুন করে যোগ হয়েছে- পূবালী ব্যাংক, পদ্মা অয়েল ও ইফাদ অটোস লিমিটেড।

আগামী ২৩ জুলাই থেকে কোম্পানিগুলো ডিএস-৩০ সূচকে লেনদেন হবে। কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন গত ছয় মাসের গড় লেনদেন বিবেচনায় নিয়ে সূচকটি সমন্বয় করা হয়েছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচক দু’টি চালু করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।