ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা দুই কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ জুলাই) দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর আগে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক উত্থানে উভয় বাজারে লেনদেন হয়েছে।

লেনদেন শুরুর পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৪৭ পয়েন্ট।

বাজারের এ অবস্থাকে মূল্য সংশোধন মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সূচকের উত্থান-পতন বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। তাই বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে দেখেশুনে বিনিয়োগের পরামর্শ দেন তারা।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৬৫৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১২৬৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১০০৯ কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৩৩ পয়েন্টে কমে ২ হাজার ১৩৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৭ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫১ লাখ ১ হাজার ৯৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৫১ টাকার। তার আগের কার্যিদবস লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৭২০ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৬টি এবং ২৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।