ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা তিনদিন সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
টানা তিনদিন সূচক পতন

ঢাকা: দিনভর সূচক পতনের মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (জুলাই ১৯) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধনও। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর ফলে দুই কার্যদিবস সূচেকর বাড়ার পর টানা কার্যদিবস সোম, মঙ্গল ও বুধবার মোট তিন কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচক পতন হলো।

সূচক বৃদ্ধির প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৩ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৭৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৯ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৪৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬২ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকার। তারও আগের দিন লেনেদেন হয়েছিলো ১২৬৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্টে কমে ২ হাজার ১২১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৭ দশমিক ৩০পয়েন্ট কমে ১ হাজার ৩১৪ পয়েন্ট দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে৭৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন ৭১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ৩৭৭ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ৫১ লাখ ১ হাজার ৯৫ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৪টি এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।