ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
তিনদিন পর সূচক বাড়লো

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার‌্যদিবস বৃহস্পতিবার (জুলাই ২০) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়ে ৬ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫ পয়েন্ট।


 
সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন এবং লেনদেন।  
 
এর আগের টানা কার্যদিবস (সোম, মঙ্গল ও বুধবার) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। তবে তার আগের টানা দুই কার্যদিবস সূচক বেড়েছিলো।
 
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১৯কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৪১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৩৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬২ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১১৪৭ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ০ দশমিক ৫৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ১৬৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ৩৭৭ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩কোটি ৫১ লাখ ১ হাজার ৯৫ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১১৭টি এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।