ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক কার্যদিবস পরই ঘুরেছে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এক কার্যদিবস পরই ঘুরেছে পুঁজিবাজার

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

সোমবার (২৪ জুলাই) সূচক ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত। এরপর আইসিবিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪৬ পয়েন্ট।

এর ফলে রোববার সূচক পতনের পর সোমবার সূচকের উত্থান হলো। তার আগের কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়েছিলো।
 
ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৮ কোটি ৬ লাখ ২৫ হাজার ৬৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৩১ কোটি ৩৯ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৩৬ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ১৭ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে।  
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ ১৫ হাজার ৭৯৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ১৬৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭৩টি এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।