ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সূচক বাড়লো টানা দু’দিন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাজার মূলধনও।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় বাজারে মূল্যসংশোধন হয়েছিলো।

তবে তার আগের টানা তিনদিন সূচক বেড়েছে।

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন।

যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২১কোটি ১৪লাখ ৪৪ হাজার ১৭৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৫৬ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩১ কোটি ৩৯ লাখ টাকার। তার আগের
দিন লেনদেন হয়েছিলো ৪৭৭কোটি ৯৬ লাখ ৮৮ হাজার টাকা। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৬৩৬কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ৭৮পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্য সূচক ১দশমিক ১০ পয়েন্টে কমে ২ হাজার ১২৪পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩১২ পয়েন্টে
দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭৮পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০কোটি ৭১ লাখ ২০ হাজার ৩১৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ ১৫ হাজার ৭৯৮ টাকার। তার আগের দিন লেনদেন
হয়েছিলো ২৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৬০১ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১০১টি এবং ৩৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়:১৫০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।