ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই কার্যদিবস পর সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
টানা দুই কার্যদিবস পর সূচকের উত্থান

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩১ জুলাই ) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধনও।

এর ফলে টানা দুই কার্যদিবস (বৃহস্পতি ও রোববার) সূচক পতনের পর পুঁজিবজারে উত্থান হলো। তার আগে টানা তিনদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে।

সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসই ও সিএসইতে লেনদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৮ দশমিক ৬০ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০০ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় টানা দুই কার্যদিবস সূচক পতনের পর উত্থানের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার।

এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে কেবল ‘ব্রাক ব্যাংক’র শেয়ারের দাম। অন্যদিকে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম। কমেছে তিন কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩৫ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার ১০৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬০১ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১২ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩৮ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৬ দশমিক ৬৯ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টি, কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬০পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৫৬০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৮০৫ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫১ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৪ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ২ লাখ ৪০ হাজার ৪১৩ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৫টি, কমেছে ৮২টি এবং ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।