ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
ব্যাংক খাতের দাপটে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা তিন (সোম, মঙ্গল ও বুধবার) কার্যদিবস দেশের উভয় বাজারে সূচক বাড়লো। তার আগে দুই কার্যদিবস সূচক পতন হয়।


 
সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয়। তবে ফের সূচক নিম্নমুখী হতে থাকে, যা অব্যাহত ছিলো বেলা পৌনে ২টা পর্যন্ত। এরপর দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।
 
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ দশমিক ৯০ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৩ পয়েন্ট।
 
আগের দুই কার্যদিবসের মতোই এদিনও ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১টির, আর অপরিবর্তিত রয়েছে ১টি ব্যাংকের শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ কোম্পানি ভালো লভ্যাংশ দেওয়ার পাশাপাশি গত প্রান্তিকে ব্যাংকের মুনাফা বেড়েছে। ফলে এ খাতের ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা ঝুঁকছেন।
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৪৩ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৪৫৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও কমেছে অন্য দুই সূচক। এর মধ্যে ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।  
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৩  দশমিক ৭০ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭ পয়েন্টে অবস্থান করছে।  
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ১৪২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৪৮ লাখ ২১ হাজার ২৯০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯০ কোটি ৮১ লাখ ১৬ হাজার ৫৬০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টি এবং ৩৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।