ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ২ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ২ হাজার কোটি টাকা

ঢাকা: তিন কার্যদিবস উত্থান আর দুই কার্যদিবস সূচক পতনের মধ্য দিয়ে আরো এক সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। এর আগের সপ্তাহে একই ধারায় লেনদেন হয়েছিলো। 

গত সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি বেড়েছে বাজার মূলধনও।


 
আর এসবের ফলে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ২ হাজার ২২ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৬২৬ টাকা। এর আগের সপ্তাহে বেড়েছিলো ৩ হাজার ৩৪ কোটি ৫৩  লাখ ৭৭ হাজার ৫৭৬ টাকা।
 
ডিএসই’র তথ্য মতে, বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫ হাজার ৩২১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৮০ টাকা। শতাংশের হিসেবে যা আগের সপ্তাহের চেয়ে ৭০ দশমিক ৭২ শতাংশ বেশি।
 
এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ১১৭ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৩২৩ টাকার। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৫ হাজার ৭৯ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৮৩৫ টাকার।
 
এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৪ হাজার ৭৪৫ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৮০ টাকা। এর আগের সপ্তাহে এ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিলো ২ হাজার ৮৬৫ কোটি ৬২ লাখ ১৬ হাজার ৩২৩ টাকার।
 
গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিলো ১ হাজার ৬৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদনে হয়েছিলো ৬২৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা।
  
নতুন মাসের এ সপ্তাহে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের সপ্তাহের চেয়ে ৬৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
পুঁজিবাজারে সব সূচক ইতিবাচক থাক‍ায় গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন অর্থাৎ বিনিয়োগকারীদের পুঁজি ১ হাজার ৪২২ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৬২৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৫৬৯ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৬২৩ টাকায়। এর আগের সপ্তাহে বাজার মূলধন ছিলো ৩ লাখ ৯৩ হাজার ১৪৭ কোটি ১৭ লাখ ৮  হাজার ৬২৩ টাকা।  
 
বিদায়ী এ সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে সিএসই’র সূচক ছিলো ১০ হাজার ৮৯৬ পয়েন্ট।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৪৫ লাখ ১০ হাজার ১০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হযেছিলো ১৮৪ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।  
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ কোম্পানির শেয়ারের।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা,আগস্ট ০৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।