ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
দরপতনে সপ্তাহ শুরু

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 
 

সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪১ পয়েন্ট। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৭৫ পয়েন্ট।


 
সূচকের পাশাপাশি এদিন কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো। এর আগে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়।
 
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ২১ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৭৬৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৬৮ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৩২ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৩১ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১০ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৯৮৭ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয় ৪৬ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ২৫৬ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৭টি এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।