ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে।

রোববার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে। আগের বছর ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ অর্থ লভ্যাংশ ঘোষণা করেছিলো কোম্পানিটি।

ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১৪ পয়সা।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।